Image description

নেত্রকোণায় মরমী বাউল সাধক গীতিকবি আব্দুল মজিদ তালুকদার এর ৩৭তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আব্দুল মজিদ তালুকদার এর ৩৭তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আয়োজনে, রবিবার (২৯ জুন) রাত ৮টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সভাপতি ও স্মরণসভা অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক ম. কিবরিয়া চৌধুরী হেলিম এঁর সভাপতিত্বে আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিউজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, সাংবাদিক, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক হায়দার জাহান চৌধুরী, প্রখ্যাত লোক গানের শিল্পী ও গীতিকবি আব্দুল কদ্দুস বয়াতি।

শিক্ষক ও গল্পকবি সাইফুন নাহার শিউলির পরিচালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি, লেখক, প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর ননী গোপাল সরকার এবং প্রাবন্ধিক, গবেষক অধ্যক্ষ গোলাম মোস্তফা।  

স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব ও নেত্রকোণা জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী।

বাউল আব্দুল মজিদ তালুকদার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামে ১৮৯৮ সালের ১৫ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৮ সালের ৮ জুন অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

আব্দুল মজিদ তালুকদার ১৯৪২ সালে প্রথম অল ইন্ডিয়া রেডিওতে তালিকাভুক্ত হন। তখনকার সময়ে পূর্ব বাংলার ৪ জন শিল্পীর মধ্যে আব্দুল মজিদ তালুকদার ছিলেন একজন। তাঁর পিতা মরহুম আমছার তালুকদার ও মাতা মরহুম মঘলের মা। মরমী বাউল সাধক ও গীতিকবি আব্দুল মজিদ তালুকদার এর ৪ ছেলে ও ৩ মেয়ে। তাঁর বড় ছেলে আবুল বাশার তালুকদার একজন গীতিকবি ও কণ্ঠ শিল্পী। তিনিও রেডিও এবং টিভির তালিকাভুক্ত।