Image description

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ইউনূস শেখ আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। ঋণ পরিশোধ করতেই এই টাকা চুরি করেছেন বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে খুলনা রূপসার আমলি আদালতে বিচারক অন্যনা রায়ের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন ওই যুবক। জেলা পুলিশ সুপার টি এম মেশাররফ হোসেন রাতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ইউনূস রূপসা কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। মোটা অংকের ঋণের টাকার চাপে ছিলেন। ঋণ পরিশোধ করতে তিনি এই কাজ করেছেন।

গত ১৫ আগস্ট বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখার তালা ও ভল্ট ভেঙে ১৬ লাখ ১৪ হাজার টাকা চুরি করা হয়।  এই ঘটনায় অজ্ঞাতনামাদের নামে মামলা করেন ব্যাংকটির শাখা ব্যাবস্থাপক মো. কামরুল ইসলাম।

পরে রোববার ভোররাতে ইউনূসকে রূপসা কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তার কাছ থেকে চুরির দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, ইউনূস পেশায় একজন লেদমিস্ত্রি। ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন তিনি। লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়েই তিনি ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হন।