Image description

অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানার করা মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ'র আদালত এই রিমান্ডের আদেশ দেন। 

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে. এম মফিজুর রহমান তাঁর দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তারপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গুলশান থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এতথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, এগারো ব্যক্তির কাছে থেকে খায়রুল বাশার এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় গত ১ জুন গুলশান থানায় মামলা দায়ের হয়। এর আগে গত ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি ভবনের নিচতলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ জুলাই আদালত তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।