
রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে করা দুটি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, পুলিশের সাবেক উপ-কমিশনার মো. শহিদুল্লাহ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এই নির্দেশ দেন।
গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় ফরিদ আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক ও কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
একই দিনে যাত্রাবাড়ীতে আব্দুর রাজ্জাক নামে আরেকজন গুরুতর আহত হন। এই হত্যাচেষ্টা মামলায় পুলিশের সাবেক উপ-কমিশনার মো. শহিদুল্লাহ ও সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুজ্জামান দিপু জানান, দুই মামলার ওই চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে চারজনকেই কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করেছিল।
Comments