Image description

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে। বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এই আদেশ দেন।

আবু সাঈদ গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যসহ চারজনের নির্দেশে আবু সাঈদকে হত্যা করা হয়েছে। তাই অভিযোগ গঠন করে বিচার শুরু হওয়া জরুরি। গত ২৯ জুলাই মামলার উভয় পক্ষের শুনানি শেষ হয় এবং এরপর আদালত অভিযোগ গঠনের জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ-এর পক্ষে আইনজীবীরা আদালতে তাদের অব্যাহতির আবেদন জানান।