Image description

শরীয়তপুরের গোসাইরইাট উপজেলায় যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশ। তাকে ছাড়াতে থানার গেটে এলাকাবাসী হট্টগোল করেন। সোমবার মধ্যরাতে উপজেলার সামন্তসার ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার দেখায় পুলিশ।

মঙ্গলবার সকালের দিকে গ্রেফতার হওয়া যুবলীগ নেতাকে ছাড়াতে থানার সামনে হট্টগোল করে এলাকাবাসী। গ্রেফতারকৃত হলেন উপজেলা সামন্তসার ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক হোসেন (৪৬)। তিনি ওই এলাকার মজিবুর হাওলাদারের ছেলে।

জানা গেছে, ফারুক হোসেন গ্রেফতারকে কেন্দ্র করে থানাও ঘেরাওয়ের ঘটনা ঘটে। তার বাড়ি পাশের ইউনিয়নে হলেও সকাল থেকে তার স্ত্রী ছেলেমেয়ে ভাইসহ তার সহকর্মীরা থানার মেইন গেটে অবস্থান করেন। ফারুককে গ্রেফতারের পর তার পরিবারের সদস্যদের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। এরপর সকাল থেকে থানার সামনে হট্টগোল করে ফারুকের মুক্তি দাবি করেন তারা।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অন্য আসামিদের সঙ্গে ফারুককে জেলহাজতে পাঠায়।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।