
রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে সহায়তা করার ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার কঠোর সমালোচনা করে মস্কো পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সোমবার রয়টার্স এই খবর জানিয়েছে।
২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন সীমাবদ্ধ করে দেয়। এর ফলে প্রায় ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলার মূল্যের রুশ সার্বভৌম সম্পদ অবরুদ্ধ হয়ে পড়ে, যার বেশিরভাগই ইউরোপিয়ান সিকিউরিটিজ ডিপোজিটরিতে রাখা আছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন প্রস্তাব করেছেন যে, এই অবরুদ্ধ রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে অর্থায়ন করা হোক। পলিটিকো জানিয়েছে, ইউরোপীয় কমিশন রাশিয়ার মালিকানাধীন মেয়াদোত্তীর্ণ বন্ড থেকে প্রাপ্ত নগদ আমানত ব্যবহার করে ইউক্রেনের জন্য ক্ষতিপূরণমূলক ঋণ দেওয়ার কথাও ভাবছে।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লিখেছেন, "যদি এটা ঘটে, রাশিয়া এই সব ইইউ রাষ্ট্রের, পাশাপাশি ব্রাসেলসের ইউরোপীয় অবক্ষয়বাদীদের এবং যারা পৃথক ইইউ দেশরূপে আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করবে, তাদের শতাব্দীর শেষ পর্যন্ত অনুসরণ করবে।"
ইউক্রেনে ক্লাস্টার বোমা হামলায় ১,২০০ জন হতাহত
একই সঙ্গে, ইউক্রেনে গুচ্ছ বোমা (ক্লাস্টার মিউনিশন) হামলায় ১,২০০ জনেরও বেশি বেসামরিক লোক হতাহত হয়েছে বলে গতকাল একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।
ক্লাস্টার মিউনিশন কোয়ালিশন (সিএমসি) তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে গুচ্ছ বোমা হামলায় সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যুদ্ধের প্রথম দিন থেকেই ব্যাপকভাবে এই নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া, ইউক্রেনও এই অস্ত্র ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments