যুক্তরাষ্ট্রে টিএসএমসির লাইসেন্স বাতিল: চীনের প্রযুক্তি সরবরাহে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-কে দেওয়া লাইসেন্স বাতিল করেছে, যার ফলে প্রতিষ্ঠানটি অবাধে চীনে উন্নত প্রযুক্তি রপ্তানি করতে পারবে না। এই সিদ্ধান্তের কারণে চীনের উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে পারে বলে টিএসএমসি জানিয়েছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং এসকে হাইনিক্সের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টিএসএমসি জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রভাব মূল্যায়ন করছে এবং সরকারের সঙ্গে আলোচনা করবে। যদিও চীনের কারখানায় টিএসএমসি মূলত পুরোনো প্রজন্মের চিপ উৎপাদন করে, তবুও এই পদক্ষেপ তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে। কত দ্রুত নতুন লাইসেন্স অনুমোদন করা হবে, তা এখনও স্পষ্ট নয়, ফলে সরবরাহ প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে।
টিএসএমসি বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং এনভিডিয়াসহ বিভিন্ন বৈশ্বিক প্রযুক্তি সংস্থার জন্য চিপ তৈরি করে। যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক স্বার্থ রক্ষার অংশ হিসেবে চীনের প্রতি প্রযুক্তি রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। প্রাথমিকভাবে কিছু বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিকে ছাড়পত্র দেওয়া হলেও এখন এই লাইসেন্সগুলো বাতিল করা হচ্ছে।
Comments