Image description

ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলায়, স্বামী সমুচা আনতে ভুলে যাওয়ায় এক স্ত্রী তাকে এবং তার বাবাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন। এই ঘটনায় পুলিশ ওই নারীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

পিলিভিতের ভগবন্তপুরের বাসিন্দা শিবম গত মে মাসে সঙ্গীতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি সঙ্গীতা তার স্বামী শিবমকে বাজার থেকে সমুচা আনতে বলেন, কিন্তু শিবম ভুলে যান। এই সামান্য বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সঙ্গীতা তার ভাইদের ডেকে নিয়ে স্বামীকে মারধর করেন।

পরে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও সেখানেও আবার ঝগড়া হয় এবং সঙ্গীতার ভাইয়েরা শিবমকে আবারও মারধর করে। এতে গুরুতর আহত হন শিবম এবং তার বাবা বিজয়। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবমের বাবা পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ চারজনের বিরুদ্ধে মামলা করে এবং বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে।  

সূত্র: ডেকান হেরাল্ড