Image description

ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ে বোমা হামলার হুমকি দিয়েছে একটি সংগঠন। মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, শহরে ৩৪টি গাড়িতে মানববোমা রাখা হয়েছে এবং বিস্ফোরণের জন্য ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হয়েছে। এই হুমকির পর শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশি শুরু করেছে।

পিটিআইয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হুমকিটি লস্কর-ই-জিহাদি নামে একটি সংগঠনের পক্ষ থেকে এসেছে। বার্তাটি পাওয়ার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের অপরাধ বিভাগ, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে জানানো হয়। পুলিশ বিশেষ করে রেল স্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে।

এই হুমকিটি এমন এক সময়ে এসেছে, যখন শনিবার গণেশ উৎসবের শেষ দিনে শহরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হওয়ার কথা।

পুলিশের এক কর্মকর্তা জানান, অপ্রত্যাশিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোথা থেকে এই হুমকি পাঠানো হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে বাসিন্দাদেরকে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।