Image description

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে। ভারী বৃষ্টিতে ভারতের রাজধানী দিল্লিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

এনডিটিভি বলছে, বিপৎসীমার ওপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। দিল্লিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। বন্যার প্রভাব পড়েছে উত্তর জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে।

বেশ কয়েকটি স্থানে বিপৎসীমার ওপরে বইছে চেনাব ও তাবি নদীর পানি। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে অন্তত ২০০ পরিবারকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে।

এ বছর ভারতে বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের মাত্রা অনেক তীব্র হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুধু আগস্ট মাসেই ভারতের উত্তরাঞ্চলে অন্তত দেড়শো জনের মৃত্যু হয়েছে।