Image description

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এ হামলায় আহত হয়েছেন আরও ৭ জন। এ তথ্য দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বুধবার পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের পূর্বাঞ্চলে দুটি প্রদেশে ড্রোন হামলা চালানোর অভিযোগ আনে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনাকে উসকানিমূলক কার্যক্রম জানিয়ে কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে তালেবান সরকার। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার ও সেনাবাহিনী।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, গভীর রাতে পাকিস্তানি ড্রোন নাঙ্গারহার এবং খোস্ত প্রদেশে বাড়িঘরে হামলা চালিয়েছে।

এর আগেও, গত বছরর ডিসেম্বরে ইসলামাবাদের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরে নিষিদ্ধ গোষ্ঠী পাকিস্তানি তালেবান সংগঠনকে লক্ষ্য করে ড্রোন হামলা অভিযোগ করেছে কাবুল।