Image description

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তিন কিশোরী নিখোঁজ হওয়ার পর দুইজনকে জীবিত এবং একজনকে সাড়ে ৪ ঘন্টা পর (বিকেল সাড়ে ৪টার দিকে) মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মাতামুহুরী সেতুর দক্ষিণ পাশে শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে তিন যুবক গোসল করতে নদীতে নামে। স্থানীয়দের সহায়তায় এক তীরে উঠে আসলেও দুইজন নিখোঁজ থাকে। 

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানায়, শুক্রবার স্কুল বন্ধের দিনে জুমার নামাজের পূর্বে খেলার ছলে নদীতে গোসল করতে নামে। ওই নদীর চোরাবালিতে ডুবে যায় তিন কিশোরী। তারা তিনজনই সম্পর্কে আপন খালাত বোন। নদীতে ডুবে যেতে দেখলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আত্মীয় স্বজন ও এলাকার লোকজন নদীতে জাল ফেলে এবং ডুব দিয়ে নিখোঁজদের সন্ধান চালায়। পরে চকরিয়া ফায়ার সার্ভিসের অনুরোধে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে ২০ মিনিটের ব্যবধানে নিখোঁজন একজনের মৃত দেহ উদ্ধার করেন। 

জানাগেছে, মৃত অবস্থায় উদ্ধার হওয়া মোছাম্মৎ পিংকি আক্তার (১৫) চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর গ্রামের আনোয়ার হোসেনের কন্যা ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৯ম শ্রেণীর ছাত্রী এবং জীবিত উদ্ধার হওয়া আসমাউল হোসনে আরা (১৬) একই গ্রামের নুরুল আবসারের কন্যা ও ১০ম শ্রেণীর ছাত্র ও তার অপর কন্যা তাসফিয়া জান্নাত (১৪) ৭ম শ্রেণীর ছাত্রী।

চকরিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (রয়েল হাউস ইন্সপেক্টর) দিদারুল হক জানান, মাতামুহুরী নদীতে তিন কিশোরী নিখোঁজ সংবাদ পান দুপুর ১টার দিকে। সাথে সাথেই চকরিয়া ফায়ার সার্ভিসের টীম ঘটনাস্থলে পৌছে। এরপূর্বে দুই কিশোরীকে স্থানীয়রা জীবিত অবস্থায় উদ্ধার করে। ফায়ার সার্ভিসের টীম প্রায় ৩০মিনিট ধরে চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া পিংকি আক্তার (১৫)কে উদ্ধার করতে না পেরে চট্টগ্রামের আগ্রাবাদ আঞ্চলিক ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ডুবুরি দল বিকেল ৪টার দিকে চকরিয়া পৌছে কাজ শুরু করার ২০মিনিটের মধ্যে নদীর তলদেশ থেকে পিংকি আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের স্থানে লোকজন জড়ো হওয়ায় শৃঙ্খলা রক্ষায় পুলিশের পৃথক টিম কাজ করেছে। নদীতে নিখোঁজ ২জনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ উদ্ধারকৃত লাশের সুরতহাল করেছে।