Image description

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে একটি স্কুলে বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার শহরের অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বন্দুকধারীও ঘটনাস্থলে নিহত হয়েছে।

মিনিয়াপলিস পুলিশ জানায়, শহরের দক্ষিণ প্রান্তে একটি ক্যাথলিক গির্জা ও স্কুলে এই হামলার ঘটনা ঘটে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সম্প্রদায়ের জন্য কোনো সক্রিয় হুমকি নেই এবং বন্দুকধারীকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও তদন্ত চালাচ্ছে।

এই ঘটনাকে 'ভয়াবহ পরিস্থিতি' হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, তাকে এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অবহিত করা হয়েছে এবং হোয়াইট হাউস পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। তিনি ভুক্তভোগী সবার জন্য প্রার্থনার আহ্বান জানান। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজও এক্সে এক বার্তায় শিক্ষার্থীদের ও শিক্ষকদের জন্য প্রার্থনা করার কথা বলেছেন।