
ইরানে চারজন মানুষকে হত্যার দায়ে একজন ব্যক্তিকে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার স্ত্রীও একই অপরাধে অভিযুক্ত এবং তার মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর হবে। মঙ্গলবার দক্ষিণ ইরানে এই ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান জানিয়েছে।
সংবাদমাধ্যম মিজানের প্রতিবেদন অনুযায়ী, ফার্স প্রদেশের বেরামে এক ব্যক্তি ও তার স্ত্রী মিলে ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় একটি পরিবারের চার সদস্যকে (এক মা ও তার তিন শিশু) নৃশংসভাবে হত্যা করে। এই অপরাধে তাদের দুজনকেই গত ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা এপ্রিলে সুপ্রিম কোর্ট চূড়ান্ত করে।
আসামি ব্যক্তির মৃত্যুদণ্ড জনসম্মুখে কার্যকর করা হলেও তার স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারের ভেতরে কার্যকর হবে। তবে ঠিক কবে এই দণ্ড কার্যকর করা হবে তা জানানো হয়নি।
ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে চীনের পরেই রয়েছে ইরান। দেশটিতে প্রায়শই জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২৪ সালে দেশটিতে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে কেবল গত ডিসেম্বরের এক সপ্তাহে ৪০ জনকে ফাঁসিতে ঝুলানো হয়।
সূত্র: এএফপি
Comments