
মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি নতুন পাইলট প্রকল্প ঘোষণা করেছে, যার আওতায় কিছু দেশের নাগরিকদের পর্যটন বা ব্যবসায়িক ভিসার জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে। এই নিয়মটি প্রাথমিকভাবে সেইসব দেশের জন্য প্রযোজ্য হবে, যেখান থেকে আসা ভিসা আবেদনকারীরা প্রায়শই নির্দিষ্ট সময়ের পরেও আমেরিকায় থেকে যান।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই পাইলট প্রকল্পটি আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে এক বছর চলবে। এতে বলা হয়েছে, যেসব দেশের নাগরিকদের ভিসার অতিরিক্ত মেয়াদের পর থাকার হার বেশি, যাদের স্ক্রিনিং ব্যবস্থা দুর্বল, বা যারা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিয়ে থাকে, সেসব দেশের নাগরিকরা এই প্রকল্পের আওতায় আসতে পারে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, প্রাথমিকভাবে মালাউই ও জাম্বিয়ার নাগরিকদের জন্য এই জামানত প্রদান বাধ্যতামূলক হতে পারে। ভ্রমণ শেষে আমেরিকা ত্যাগ করলে এই অর্থ ফেরত দেওয়া হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মালাউইর প্রায় ১৪ শতাংশ এবং জাম্বিয়ার ১১ শতাংশ ভিসাধারী নির্ধারিত সময়ের বেশি সময় আমেরিকায় অবস্থান করেন।
এই পদক্ষেপটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অবৈধ অভিবাসন ঠেকানোর কর্মসূচির একটি অংশ। এটি ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও কঠোর করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
Comments