
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, বাংলাদেশের মাটি কখনোই ভারতবিরোধী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। ভারতীয় গণমাধ্যম 'দ্য প্রিন্ট'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্ককে বহু দশকের পুরোনো হিসেবে উল্লেখ করেন, যা পারস্পরিক আস্থা, অর্থনৈতিক স্বার্থ এবং সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, ভারত বা অন্যান্য দেশের প্রভাব নিয়ে যেসব আশঙ্কা প্রকাশ করা হয়, সেগুলোর কোনো ভিত্তি নেই। তিনি মনে করেন, বাংলাদেশের মাটি ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনোভাবেই ব্যবহৃত হবে না।
রিয়াজ হামিদুল্লাহ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে বলেন, দুই দেশের মধ্যে ধারাবাহিকতা, সাংস্কৃতিক আত্মীয়তা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অভিন্নতা রয়েছে। তিনি মনে করেন, শেখা এবং দক্ষতা অর্জনের মতো খাতে একসঙ্গে কাজ করার বিশাল সুযোগ আছে, যা অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। তার মতে, মূল চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক স্বার্থগুলোকে এমনভাবে সাজানো, যেন দুই দেশের সম্পর্ক কেবল নিরাপত্তাভিত্তিক দৃষ্টিভঙ্গির মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
Comments