Image description

গাজায় খাবারের সংকট আরও অবনতির দিকে যাচ্ছে। অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আনাহারে অন্তত ১৭৫ জন মারা গেছে, যাদের মধ্যে ৯৩ জনই শিশু।

আল জাজিরা জানিয়েছে, ২ মার্চ ইসরায়েল সব ধরনের সহায়তা প্রবেশ বন্ধ ঘোষণার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এরপর মে মাসে চালু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা মানবিক সহায়তা ফাউন্ডেশনের (জিএইচএফ) কার্যক্রমও সমালোচনার মুখে পড়েছে। ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হচ্ছে। চারটি বিতরণকেন্দ্রের সামনে সাহায্য নিতে গিয়ে প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার আইন বিষয়ের অধ্যাপক নেভ গর্ডন বলছেন, মানবিক সহায়তা ফাউন্ডেশন আদতে কোনো ‘মানবিক সংস্থা নয়’। এটি দুর্ভিক্ষ থেকে মুনাফা করার একটি প্রতিষ্ঠান।

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’ হলো ডিস্টোপিয়ান থ্রিলার। যেখানে অর্থ সংকটে থাকা মানুষ বিভিন্ন মরণঘাতী গেমে অংশ নেয়। হেরে গেলে তাদের গুলি করে হত্যা করা হয়।

পশ্চিমা বিশ্বের সমালোচনা করে এই অধ্যাপক আরও বলেন, আমাদের নেতারা মুখে অনেক কথা বললেও দ্বিমুখী নীতি গ্রহণ করছেন। তারা ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা চাপ প্রয়োগ করতে চাইছেন না। বরং তারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ চালিয়ে যাচ্ছেন।

এদিকে রোববার এক্সে দেওয়া পোস্টে জাতিসংঘ জানিয়েছে গাজায় বর্তমানে ১০ লাখ নারী ও কন্যাশিশু অনাহারে ভুগছে। এ অবস্থার অবসান জরুরি হয়ে পড়েছে।