Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন চেয়ে স্লোগান দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে ৪১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, রবিবার (২৭ জুলাই) লুটন থেকে গ্লাসগো অভিমুখে ইজি জেটের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম অভয় নায়েক (৪১)। তিনি লন্ডনের কাছাকাছি বেডফোর্ডশায়ারের লুটনের বাসিন্দা।

অভিযোগ অনুযায়ী, তিনি বিমান চলাকালীন আচমকা ‘বোমা’ হামলার হুমকি দেন এবং রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান দিতে থাকেন, যার ফলে বিমানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অভয় নায়েক ‘ডেথ টু আমেরিকা’, ‘ডেথ টু ট্রাম্প’ এবং ‘আল্লাহু আকবর’—এমন স্লোগান দিচ্ছেন। পরে দুই যাত্রী মিলে তাকে থামিয়ে বিমানের মেঝেতে চেপে ধরেন।

এই বিশৃঙ্খলার কারণে পাইলট জরুরি অবতরণে বাধ্য হন। বিমানটি স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে গ্লাসগো বিমানবন্দরে অবতরণ করে এবং সেখানেই স্কটল্যান্ড পুলিশ অভয় নায়েককে গ্রেপ্তার করে।

স্কটল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘আমরা একটি বিমানে হট্টগোল সৃষ্টির ঘটনার খবর পাই এবং তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিই। আমরা মনে করি, ঘটনাটি বিচ্ছিন্ন এবং এতে অন্য কেউ জড়িত ছিল না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সন্ত্রাসবিরোধী ইউনিট দ্বারা পর্যালোচনা করা হচ্ছে।’

অভয় নায়েককে যুক্তরাজ্যের এয়ার ন্যাভিগেশন অর্ডার অনুযায়ী হামলা এবং যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে বর্তমানে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনা হয়নি। ইজি জেট এক বিবৃতিতে জানায়, ‘একজন যাত্রী বিমানে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পুলিশ তাকে সরিয়ে নেয়। আমরা কর্তৃপক্ষের তদন্তে সহযোগিতা করছি।’ 

আদালতে হাজির হওয়ার সময় অভয় নায়েক কোনো স্বীকারোক্তি দেননি। তাকে বর্তমানে রিমান্ডে রাখা হয়েছে এবং আগামী সপ্তাহে আবার আদালতে হাজির করা হবে।

সূত্র : এনডিটিভি