Image description

জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের তিনটি বিমান আকাশ থেকে গাজা উপত্যকায় ২৫ টন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জর্ডান সেনাবাহিনী।

আম্মান থেকে এএফপি জানায়, বিবৃতিতে বলা হয়, জর্ডান সশস্ত্র বাহিনী রোববার গাজা উপত্যকার ওপর তিনটি এয়ার ড্রপ (আকাশপথে ত্রাণ ফেলা) কার্যক্রম পরিচালনা করেছে। এ মধ্যে একটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে পরিচালনা করা হয়েছে। তিনটি বিমানে মোট ২৫ টন ত্রাণ ও খাদ্য সহায়তা পাঠানো হয়েছে।

এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ, দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই ইসরায়েল ১০ ঘণ্টার ‘কৌশলগত বিরতির’ ঘোষণা দিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা (স্থানীয় সময়) পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় কার্যকর থাকবে। এমন পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা।

তবে বিরতির ঘোষণার পরপরই রোববার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এর আগের দিন শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৭১ জন, যাদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ।