Image description

আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জি৭ ভুক্ত কোনো দেশের প্রথম স্বীকৃতি পাচ্ছে ফিলিস্তিন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক্সে এক পোস্টে ম্যাক্রোঁ বলেছেন, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দেওয়া হবে।

ফরাসি প্রেসিডেন্ট লিখেছেন, আজকের জরুরি প্রয়োজন হলো গাজায় যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা। শান্তি সম্ভব। অবিলম্বে যুদ্ধবিরতি, সমস্ত জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা প্রয়োজন।

ফিলিস্তিনি কর্মকর্তারা ম্যাক্রোঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরও এই পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করে।

জি৭ হলো প্রধান শিল্পোন্নত দেশগুলোর একটি জোট। যার মধ্যে ফ্রান্সের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, কানাডা এবং জাপান রয়েছে।

ম্যাক্রোঁ তার পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি ঐতিহাসিক প্রতিশ্রুতির অংশ হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমাদের অবশ্যই হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজাকে সুরক্ষিত ও পুনর্নির্মাণের নিশ্চয়তা দিতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট আরও লেখেন, আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে হবে, এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে যে, ফিলিস্তিন নিরস্ত্রীকরণ পদক্ষেপ গ্রহণ করে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যের সকলের নিরাপত্তায় অবদান রাখে। এর কোনো বিকল্প নেই।