Image description

ওমান সাগরে প্রায় ২০ লাখ লিটার জ্বালানি পাচারের অভিযোগে একটি বিদেশি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। দেশটির হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে মেহর নিউজ এজেন্সি।

গাহরেমানি জানান, ইরানের সমুদ্রসীমা বরাবর ওমান সাগরে সন্দেহভাজন জ্বালানি পাচারের ওপর দীর্ঘদিন নজরদারির পর অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়। তিনি বলেন, ‘জাহাজটির পণ্যের বৈধ নথিপত্র সম্পূর্ণ না থাকায় এটিকে পাচারকারীর জাহাজ হিসেবে সন্দেহ করা হয় এবং আটক করা হয়।’

তবে জব্দ করা জাহাজটির জাতীয়তা কিংবা গন্তব্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তিনি আরও জানান, ইরানের জাস্ক শহরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় একটি মামলা রুজু করেছে এবং তদন্ত চলছে। জাহাজটির ক্যাপ্টেনসহ মোট ১৭ জন ক্রু-কে আটক করা হয়েছে।

বিচারপতি গাহরেমানি বলেন, ‘পণ্যের প্রকৃত পরিমাণ নির্ধারণে আমরা নমুনা সংগ্রহ, পরীক্ষাগার বিশ্লেষণ এবং জাহাজের কাগজপত্র যাচাইয়ের কাজ করছি। তদন্ত শেষে মামলার পূর্ণাঙ্গ ফলাফল জানানো হবে।’