Image description

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বৃষ্টির কারণে গুয়াডালুপ নদীর পানি বেড়ে এই বন্যা হয়। বন্যার পানিতে কের কাউন্টির নদী তীরবর্তী একটি ‘সামার ক্যাম্প’ প্লাবিত হয়। এতে ক্যাম্পে অংশ নেওয়াদের মধ্যে অন্তত ২৭ জন মেয়ে ও তাদের একজন মেন্টর মারা গেছেন। এ ছাড়া আরও ১০ জন ক্যাম্পার ও একজন মেন্টর নিখোঁজ রয়েছেন।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। শিশুসহ সেখানে অর্ধশতাধিক মানুষ মারা গেছে। প্লাবিত হয়েছে বাড়িঘর, রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া ত্রাভিস, বার্নেট, কেন্ডাল, উইলিয়ামসন এবং টম গ্রিন কাউন্টিতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

কের কাউন্টির বন্যাকে বড় ধরনের বিপর্যয় বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে মৃতের সংখ্যাও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।