Image description

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল। গত তিনদিনে ওই অঙ্গরাজ্যের ৭০ হাজার ৮০০ একরের বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, এটি চলতি বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানল। অঙ্গরাজ্যটির বন ও অগ্নিবিভাগের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত দাবানলের মাত্র ১০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সিবিএস নিউজ এ তথ্য দিয়েছে।

জানা যায়, মধ্য ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত লস প্যাডরেস ন্যাশনাল ফরেস্টে গত বুধবার দাবানলের সূত্রপাত হয়। এ আগুনে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১০০ মাইল দূরে স্যান লুইস অবিসপো এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তার জন্য বাড়ি ঘর ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। নিরাপত্তা বজায় রাখার জন্য ওই এলাকায় যাওয়ার সড়ক বন্ধ রাখা হয়।

ইউএস ফরেস্ট সার্ভিস এক বিবৃতিতে জানায়, অবকাশ শুরুর আগে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় দাবানল সম্ভাব্য বিপদের কঠোর বার্তা দিচ্ছে।

চলতি বছর প্রাণঘাতী একাধিক দাবানলের সাক্ষী হয়েছে ক্যালিফোর্নিয়া। দাবানলে অঙ্গরাজ্যের দুই অঞ্চলে পুড়ে যায় ২৩ হাজার ৭০৭ একর ও ১৪ হাজার ২১ একর বনভূমি। এতে ১২ হাজারের বেশি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আগুন থেকে বাঁচতে ঘর ছাড়েন প্রায় দুই লাখ বাসিন্দা।