Image description

মেক্সিকোর সিনালোয়া রাজ্যে একটি মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মরদেহেই গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গতকাল সোমবার প্রাদেশিক প্রসিকিউটরের দপ্তর জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৪টি মরদেহ রাস্তার ধারে পড়ে ছিল। আর বাকি ১৬টি মরদেহ একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া যায়। 

মেক্সিকোর এই অঞ্চলে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে।

এল চাপোর অনুসারীদের সঙ্গে জামবাদার ঘনিষ্ঠরা সংঘাতে জড়িয়ে পড়ে। সরকারি হিসাব অনুযায়ী, এ ধরনের সংঘাতে অঞ্চলটিতে অন্তত ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন।

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক সংক্রান্ত সহিংসতায় মেক্সিকোতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ। এ ছাড়া ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।