
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এক কলেজছাত্রী (১৯) ও আরিফ হোসেনের মধ্যে। সেই সম্পর্কের টানেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ওই ছাত্রী চলনবিলে ঘুরতে এসেছিলেন। কিন্তু ঘোরার ফাঁকেই ধর্ষণের শিকার হয়েছেন তিনি। গত শনিবার (২১ জুন) তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চলনবিলে এই ঘটনা ঘটে। ঘটনার ৬ দিন পর শুক্রবার (২৭ জুন) ভুক্তভোগী কলেজছাত্রী তার প্রেমিক আরিফ হোসেনকে আসামি করে তাড়াশ থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার একমাত্র আসামি আরিফ হোসেন তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রায়গঞ্জ উপজেলার ওই কলেজছাত্রীর সঙ্গে তাড়াশ উপজেলার আরিফ হোসেনের পরিচয় হয়, এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২১ জুন আরিফ ওই কলেজছাত্রীকে চলনবিলে বেড়াতে আসতে বলেন। প্রেমিকের কথা মতো ওই দিন সকালে ভুক্তভোগী কলেজছাত্রী নির্ধারিত স্থানে পৌঁছান। পরে আরিফ তাকে চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরিয়ে চরহামকুড়িয়া গ্রামের এক বৃদ্ধার বাড়িতে নিয়ে যান এবং সেখানেই তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর ভুক্তভোগী কান্নাকাটি করলে প্রেমিক আরিফ সেখান থেকে কৌশলে পালিয়ে যান। এরপর আরিফকে খুঁজে না পেয়ে গত ২৭ জুন শুক্রবার ভুক্তভোগী তাড়াশ থানায় ধর্ষণ মামলা করেন।
তাড়াশ থানার ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে।
Comments