Image description

ইরানের পার্লামেন্টে একটি নতুন বিল পাস হয়েছে, যা জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা আংশিকভাবে স্থগিতের অনুমোদন দিয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম নূরনিউজ এই তথ্য জানিয়েছে।

নতুন বিল অনুযায়ী, এখন থেকে আইএইএ'র পরিদর্শকরা শুধুমাত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি পেলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও, সংস্থাকে অবশ্যই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। নূরনিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা এবং পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইরান দীর্ঘদিন ধরে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হওয়ার দাবি করলেও পশ্চিমা দেশগুলো তা নিয়ে সন্দেহ পোষণ করে আসছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আইএইএ'র নজরদারি কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াতে পারে।

এদিকে, জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি ইরানের এই পরিস্থিতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে সমস্যা সমাধানের জন্য একটি সফল কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে আইএইএ'র সাথে সহযোগিতা পুনরায় শুরু করাটাই গুরুত্বপূর্ণ।

গ্রসি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে একসাথে কাজ করা এবং শিগগিরই সাক্ষাতের ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, আইএইএ'র পরিদর্শকরা পুরো সংঘাতের সময়জুড়ে ইরানে ছিলেন এবং তারা কাজ আবারও শুরু করতে প্রস্তুত।