Image description

ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনের গাজায় অনাহারে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম মোহাম্মদ ইয়াসিন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল আরোপিত অবরোধের কারণে খাদ্য, পানি ও মানবিক সহায়তা গাজার বাসিন্দাদের কাছে পৌঁছাতে না পারায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। ক্ষুধার কারণে চার বছরের এক শিশু মারা গেছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষুধা বা অনাহারের কারণে মোহাম্মদ ইয়াসিনের মৃত্যু এই ধরনের ৫৮তম ঘটনা। ইসরায়েলের অবরোধ শুরু হওয়ার পর থেকে গাজায় অনহারে এখন পর্যন্ত ৫৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা বলছেন, গত বুধবার থেকে ইসরায়েল গাজায় মাত্র ১০০টি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিয়েছে, যা ভূখণ্ডটির ২০ লাখ মানুষকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় পরিমাণের কাছাকাছিও নয়। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার ৭০ হাজারের বেশি শিশু চরম অপুষ্টির সম্মুখীন।

জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আগেই সতর্ক করেছিল, গাজা চরম মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।