
ট্রাম্প প্রশাসনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র ভর্তির ক্ষমতা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পদক্ষেপের ফলে হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ আরও তীব্র আকার ধারণ করল। শুক্রবার (২৩ মে) ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বোস্টন আদালতে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আইনের 'স্পষ্ট লঙ্ঘন'।
এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হার্ভার্ড আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। বর্তমানে যে-সব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন, তাদের অবশ্যই অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হতে হবে, অন্যথায় তারা আইনগত বৈধতা হারাবেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, গত শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রায় সাত হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন, যা মোট শিক্ষার্থীর ২৭.২ শতাংশ। সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে গতকাল এক বিবৃতিতে হার্ভার্ড কর্তৃপক্ষ একে 'বেআইনি পদক্ষেপ' হিসেবে অভিহিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেসন নিউটন বলেন, "আমরা আমাদের সদস্যদের দিকনির্দেশনা ও সহায়তা দেওয়ার জন্য দ্রুত কাজ করছি। প্রতিশোধমূলক পদক্ষেপ হার্ভার্ডের সদস্য ও আমাদের দেশের জন্য গুরুতর ক্ষতির হুমকি তৈরি করেছে।"
উল্লেখ্য, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া কেন্দ্রীয় সরকারের তহবিলে কাটছাঁট শুরু করেন। বিশ্ববিদ্যালয়টি বৈষম্যমূলক 'গভীর সমস্যায়' জর্জরিত উল্লেখ করে তার প্রশাসন এরই মধ্যে তাদের ২৬৫ কোটি ডলারের তহবিল কমিয়েছে। এই বিষয়টিও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে তুলেছে। এই নতুন মামলার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে হার্ভার্ডের আইনি লড়াই আরও বড় আকার ধারণ করল।
Comments