Image description

সম্প্রতি ইতালির নাগরিকত্ব আইনে আনা পরিবর্তনের ফলে ভাষা বা সংস্কৃতি না জানা বিদেশে বসবাসরত ইতালীয়দের বংশধররা এখন আর সহজে নাগরিকত্ব পাচ্ছেন না দেশটিতে। 

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতালীয় সরকার চলতি সপ্তাহে এমন একটি আইন কার্যকর করেছে যা পূর্বপুরুষের সম্পর্কের ভিত্তিতে ইতালীয় নাগরিকত্ব অর্জনকে প্রায় অসম্ভব করে তুলেছে। যারা ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরু করার জন্য অর্থ প্রদান করেছেন, তাদেরও আশা ভেঙে গেছে।

পূর্বে, ১৮৬১ সালের একটি আইনের অধীনে, ভিন্ন দেশে জন্ম ও বসবাস করলেও পূর্বপুরুষ ইতালীয় হলে ইতালির নাগরিক হওয়ার সুযোগ ছিল। গত বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ এই আইনের সংস্কার অনুমোদন করেছে। এটি এখন উচ্চকক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং এরপর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন বিধান কার্যকর হবে।

এই পরিবর্তনের ফলে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরাও আর আগের মতো তাদের বংশধরদের জন্য নাগরিকত্বের সুযোগ নিশ্চিত করতে পারবেন না। এখন তারা কেবল ইতালিতে চলে গিয়ে বসবাসের ভিত্তিতে আবেদন করে ইতালীয় হতে পারবেন।

এ নিয়ে অনেকের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন ইতালীয় নাগরিক মন্তব্য করেছেন, "আমি মনে করি এই নাগরিকত্ব প্রদানের সুবিধাটি দেওয়া উচিত। তবে নাগরিকত্ব পেয়ে তারা যেন ইতালিতে থাকে।"

তবে, গত ২৭শে মার্চ মধ্যরাতের আগে যারা বিদেশ থেকে আবেদন করেছেন, তারা আগের আইন অনুযায়ীই নাগরিকত্ব পাবেন। 

এর আগে ১৯৯২ সাল থেকে 'ইয়ুস সাঙ্গুইনিস' নীতি বা রক্তের অধিকারের মাধ্যমে দুই প্রজন্মের জন্য নাগরিকত্বের সুবিধা ছিল, যেখানে কমপক্ষে একজন পিতা-মাতা বা দাদা-দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। নতুন আইনের কারণে সেই সুবিধায় সীমাবদ্ধতা আনা হয়েছে।