Image description

ভারতের ওড়িশায় বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল শুক্রবার রাজ্যটিতে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বজ্রপাতে কোরাপুটে ৩ জন, জাজপুর ও গঞ্জামে ৪ জন, এবং ঢেনকানাল ও গজপতিতে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন নারী রয়েছে। 

কোরাপুট জেলার পারিডিগুড়া গ্রামে বজ্রপাতে একই পরিবারের তিন নারী ঘটনাস্থলেই মারা যান। তাঁরা মাঠে কাজ করার সময় অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন।  একজন বৃদ্ধ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) আগে থেকেই ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছিল। মৃতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।