
বিষাক্ত মদ পানে ভারতের পাঞ্জাবের অমৃতসরে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি
পুলিশ বলেছেন, এ ঘটনায় গুরতর অসুস্থ আর ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মদ পানে যেসব এলাকায় নিহতদের ঘটনা ঘটেছে, তার মধ্যে রয়েছে- বাঙ্গলি, পাতালপুরি, মারারি কালান, থেরেওয়াল এবং তালওয়ান্দি ঘুমান।
অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহানি জানিয়েছেন, মদ পানে মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ সুপার মানিন্দর সিং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে প্রধান অভিযুক্ত প্রভজিত সিং এবং বাকি চারজন হলেন কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং ও নিন্দর কৌর। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।
সরকারি মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেছেন প্রায় এক ডজন কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার জন্য সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, “দোষী কাউকে ছাড়া হবেনা” ভারতের এ ধরনের মৃত্যুর ঘটনা অনেক বার ঘটেছে।
২০১১ সালে পশ্চিমবঙ্গে এ ধরনের একটি ঘটনায় প্রায় ১৭০ জনের মৃত্যু হয়েছিলো। ২০০৯ সালে গুজরাটে মারা গেছে ১০৭ জন।
Comments