Image description

গাজীপুর মহানগরীর পূবাইল বাজার এলাকায় বর্ষা এলেই প্রাণ ফিরে আসে বেলাই বিলের পাড়ে। প্রতিদিন বিকেলে বসে এক ঐতিহ্যবাহী মাছের মেলা, যা স্থানীয়দের কাছে পরিচিত 'বেলাই বিলের দেশীয় মাছের মৌসুমি হাট' নামে। মাত্র তিন ঘণ্টার জন্য বসা এই খণ্ডকালীন বাজারটি বর্ষার সময় স্থানীয় অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ শুক্র ও শনিবার, ক্রেতাদের উপচে পড়া ভিড়ে মুখরিত থাকে এই মাছের হাট।

এই হাটের প্রধান আকর্ষণ হলো এর তাজা ও জীবন্ত মাছের সমাহার। স্থানীয় জেলেরা বেলাই বিল থেকে সরাসরি মাছ ধরে নিয়ে আসেন, যা বাজারের অন্য যেকোনো মাছের চেয়ে এটিকে অনন্য করে তোলে। রুই, কই, শিং, টেংরা, পুঁটি, শৈলসহ বিভিন্ন জাতের দেশীয় মাছের পসরা সাজিয়ে বসেন জেলেরা। বর্ষা মৌসুমেই এই বাজারে দেশি মাছের সরবরাহ ও বৈচিত্র্য সবচেয়ে বেশি থাকে, যা ভোজনরসিকদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে আসে।

বেলাই বিলের এই মৌসুমি হাটের সুনাম শুধু গাজীপুরের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর খ্যাতি ছড়িয়ে পড়েছে আশপাশের ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন এলাকায়। টঙ্গী থেকে আসা ক্রেতা আনিসুর রহমান জানান, "এখানকার মাছের স্বাদ একেবারেই আলাদা। একেবারে জ্যান্ত আর তাজা মাছ পাই, তাই প্রতিবছর বর্ষায় কয়েকবার আসি বেলাই বিলে। দাম একটু ওঠানামা করলেও মানের কারণে খুশি থাকি।" এই উক্তিই প্রমাণ করে দূর-দূরান্ত থেকে মানুষ কেন ছুটে আসেন এই হাটে। মাছের স্বাদ এবং সতেজতা এই বাজারের জনপ্রিয়তার মূল কারণ।

মাছের মূল্য প্রতিদিনের জালের আয়ের উপর নির্ভর করে। যেদিন জেলেদের জালে বেশি মাছ ধরা পড়ে, সেদিন বাজারে সরবরাহ বাড়ে এবং দাম কিছুটা কমে আসে। আবার, যেদিন মাছ কম ওঠে, সেদিন দামও বেড়ে যায়। জেলে রহিম মিয়া জানান, "এই বিলেই আমার সংসার চলে। বর্ষা এলেই মাছ ধরা শুরু করি। কোনোদিন অনেক মাছ পাই, কোনোদিন কম। তবে যেহেতু মাছ তাজা, বিক্রি ভালো হয়। বিশেষ করে ছুটির দিনে মাছের চাহিদা ও দাম দুই-ই বেশি থাকে।"

যদিও এই মাছের হাট স্থানীয় অর্থনীতির জন্য একটি আশীর্বাদ, তবে এর ভবিষ্যৎ নিয়ে জেলেদের মধ্যে কিছুটা শঙ্কাও রয়েছে। স্থানীয় কয়েকজন জেলে জানান, প্রতিবছর সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে বিলে মাছের পোনা ছাড়া হলেও চলতি মৌসুমে এখনো সে ধরনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। রহিম মিয়া আক্ষেপ করে বলেন, "যদি সরকার পোনা ছাড়তো আগের মতো, তাহলে মাছ আরও বেশি পাওয়া যেত।" এই উদ্যোগের অভাব ভবিষ্যতে বিলের মাছের উৎপাদন কমে যাওয়ার কারণ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

বেলাই বিলের এই মৌসুমি বাজার কেবল একটি মাছের হাট নয়; এটি এখন গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। একদিকে যেমন এটি স্থানীয়দের জন্য তাজা দেশি মাছের যোগান নিশ্চিত করছে, অন্যদিকে স্থানীয় জেলেদের জন্য আয়ের একটি বড় উৎস হিসেবে কাজ করছে। এটি স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, যা বর্ষার সময় গাজীপুরের পূবাইল এলাকার এক ভিন্ন চিত্র তুলে ধরে।