Image description

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুই গ্যাং সদস্য পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দিল্লির পাশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা কুখ্যাত গোল্ডি ব্রার–রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য। দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে তাদেরকে ঘিরে ফেলা হলে তারা পুলিশের দিকে গুলি ছোড়ে। পাল্টা জবাবে দুজনই আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। নিহতদের নাম রবীন্দ ওরফে কাল্লু এবং অরুণ, দুজনই হরিয়ানার বাসিন্দা।

এসটিএফ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে গোল্ডি ব্রার ও রোহিত গোদারা গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিল এবং একাধিক ফৌজদারি মামলায় তাদের খোঁজ চলছিল।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিশা পাটানির বাড়ির বাইরে মোটরবাইকে করে আসা দুজন দুর্বৃত্ত তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। পরে রোহিত গোদারা–গোল্ডি ব্রার গ্যাং সোশ্যাল মিডিয়ায় এ হামলার দায় স্বীকার করে।

ঘটনার পেছনে পারিবারিক ইস্যুও জড়িয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। দিশার বোন খুশবু পাটানি আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য মহারাজের নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করেছিলেন। এর পরপরই গ্যাংস্টার রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়ে বলেছিল, *“আধ্যাত্মিক গুরুর অপমানের জবাব দেয়া হবে।”*