Image description

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তার অভিনয় এবং ব্যক্তিগত জীবনের জন্য সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তিনি নিজের ক্যারিয়ারে অনেকগুলো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এবং দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সিনেমার বাইরেও এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।

সম্প্রতি, অপু বিশ্বাস তার ব্রাইডাল লুকে একটি রিলস পোস্ট করে সবার নজর কেড়েছেন। ১৪ সেপ্টেম্বর রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই রিলসটি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, “রানীরা কাউকে অনুসরণ করে না। তাদের রাজকীয় আভিজাত্যই আকৃষ্ট করে অন্যদের।”

অপু বিশ্বাসের এই রিলসটি দ্রুতই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে অনেকেই তার রূপের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “এ যেন রূপকথার রাজকন্যার মতো লাগছে।” আরেকজন মন্তব্য করেছেন, “আমাদের বিউটি কুইন অপু বিশ্বাস আপুকে খুবই সুন্দর লাগছে।”

উল্লেখ্য, অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এর আগে তিনি পার্শ্বচরিত্রে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে অনেকগুলোই ছিল সুপারহিট।