Image description

আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে পরিচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার বিএনপির একটি সমাবেশে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি উপস্থিত হন এবং দলের এক নেতার পক্ষে ভোট চান।

খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে অপু বিশ্বাস এবং অভিনেতা নিরব হোসেন এই আয়োজনে অংশ নেন। অপু বিশ্বাস ও নিরবের আসার খবরে বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অপু বিশ্বাস বলেন, তিনি ঢাকা থেকে সাত ঘণ্টা ভ্রমণ করে এসেছেন কেবল দর্শকদের ভালোবাসা ও তাদের কাছাকাছি আসার জন্য। তিনি আরও বলেন, “আমি শিল্পী, এটাই আমার পরিচয়।”

অপু বিশ্বাস তার বক্তব্যে রিপন হোসেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না।” তিনি আরও বলেন, তিনি আশা করেন যে, খোকসার জনগণ রিপন হোসেনকে ভালোবাসার সঙ্গে সমর্থন করবে এবং তিনি যেন তার লক্ষ্য পূরণ করতে পারেন।