Image description

টলিউডের তারকা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড হুলিগানিজমের নতুন গান ঘিরে তোলপাড় নেট দুনিয়া। ‘নরেন্দ্র মোদির পেনশন-টেনশন’ থেকে শুরু করে ‘হিন্দু রাষ্ট্র’, ‘আচ্ছে দিন’ হয়ে সরাসরি বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’ সব মিলিয়ে তাঁর রাজনৈতিক ব্যঙ্গাত্মক গানের ক্যামেরাবন্দি মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল।

গান ঘিরে বিতর্ক যেমন জমেছে, তেমনি এসেছে প্রশংসাও। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বামনেতা শতরূপ ঘোষ খোলাখুলিই অনির্বাণের গানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে অন্যদিকে, ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ! তিনি বিজেপি নেতাও বটে। তাঁর অভিযোগ, অনির্বাণ ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্মকে অপমান করেছেন।

রুদ্রনীল একটি দীর্ঘ পোস্টে অনির্বাণকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন, জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন, ‘সনাতন এসে গেছে? আর সনাতনী? সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি। আসেনি তো এখনও? সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে, সবাই এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাব!’ ভাই, অনির্বাণ পৃথিবীর চূড়ান্ত মুর্খ ব্যক্তিও জানেন, সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্যা। তারপর বাকি ধর্মগুলোর জন্ম। আর আপনি বললেন, ‘সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!’ আপনি সজ্ঞানে বললেন এই কথা?’

এখানেই থামেননি তিনি। আরও যোগ করেছেন, ‘অন্য কোনো ধর্ম সম্পর্কে এ ধরনের উক্তি করলে তারা এতক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চয়ই জানেন! সবাই জানে, আপনার কাজ কেড়ে নেওয়া হয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে। দুর্ভাগ্যজনক! কিন্তু যে ‘হুলিগানরা’ আপনার পেটের ভাত কাড়ল, তা নিয়ে বা আরজিকর ডাক্তার-হত্যা নিয়ে বা শিক্ষক পেটানো বা শিক্ষা-দুর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ!’

যদিও অনির্বাণ ভট্টাচার্য আপাতত চুপ রয়েছেন এই বিতর্কে।