
নতুন ছবির ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের পর তা ঘিরে ব্রিটিশ শাসিত তৎকালীন ভারতের অবিভক্ত বাংলাজুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেই সময়কে পর্দায় তুলে আনার প্রয়াস নিচ্ছেন।
রোববার (৩১ আগস্ট) সকালে সামাজিকমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে সৃজিত লিখেছেন, ‘সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ, হে ভৈরব, শক্তি দাও, ভক্তপানে চাহো…।’
সিনেমাটির শিরোনাম ‘এম্পেরার ভার্সেস শরৎচন্দ্র’। ১৯২৬ সালের আজকের দিনেই প্রকাশিত হয়েছিল পথের দাবী। আগামী বছর উপন্যাসটি প্রকাশের শতবর্ষ উদযাপন হবে। এই বিশেষ মুহূর্তেই সিনেমাটির ঘোষণা দিলেন সৃজিত।
বঙ্গবাণী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল শরৎচন্দ্রের এই উপন্যাস। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তা ছিল শক্তিশালী রাজনৈতিক আখ্যান। যেখানে উপন্যাসটির প্রধান চরিত্র সব্যসাচীর মাধ্যমে ব্রিটিশবিরোধী সংগ্রামের চিত্র ফুটে উঠে। বছর পেরোতেই ১৯২৭ সালে উপন্যাসটি নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার। এই ঘটনায় তৎকালীন সাহিত্য ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। নিষিদ্ধকরণের যৌক্তিকতা নিয়ে আইনসভায় প্রশ্ন তোলেন সুভাষচন্দ্র বসু ও হরেন্দ্রনাথ চৌধুরী।
সেই নিষিদ্ধকালকে এবার নিজের ছবিতে বাঁধছেন সৃজিত। স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমার বিবিধ বিষয় নিয়েই কৌতূহল রয়েছে। তাই নানা বিষয় নিয়েই ছবি করার কথা ভাবি। এর মধ্যে ইতিহাসনির্ভর ছবিও রয়েছে।
ছবিটির মূল শুটিং হবে কলকাতায়। কিছু অংশের শুটিং মিয়ানমারের ইয়াঙ্গুনেও হতে পারে। তবে অভিনয়শিল্পীদের বিষয়ে এখনও কোনো কিছু প্রকাশ্যে আনেননি নির্মাতা।
এম্পেরার ভার্সেস শরৎচন্দ্র’র প্রযোজনায় রয়েছে ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ ও ‘এসভিএফ’। ২০২৬ সালের ১ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Comments