Image description

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া এই অভিনেত্রীর নামের আগে এখন যুক্ত হয়েছে 'ডক্টর' উপাধি।

এই অর্জনে মিথিলার স্বামী, ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিও দারুণ খুশি। তিনি নিজের ফেসবুক পেজে মিথিলার পোস্টটি শেয়ার করে লিখেছেন, "অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!"

সৃজিতের এই পোস্টটি নতুন করে দুই তারকাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। কারণ, বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। একসঙ্গে তাদের জনসমক্ষে দেখা না যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল।

প্রসঙ্গত, তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর মিথিলা ২০১৯ সালে সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন নিয়ে কলকাতার গণমাধ্যমে নানা গুঞ্জন থাকলেও, এই দম্পতি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।