
টালিউডের জনপ্রিয় তারকা দেব-শুভশ্রীকে স্বাগত জানাতে বুধবার পশ্চিমবঙ্গের নৈহাটির রাস্তায় জনসমুদ্র। নির্ধারিত সময়ে হাজির প্রাক্তন জুটি। মন্দিরে পূজাও দিলেন। উপস্থিত ভক্ত-জনতার দিকে উড়ন্ত চুমুও ছুড়লেন দুজনে। নিজেদের সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির আগে এক হয়ে আশীর্বাদ চাইলেন তারা।
১০ বছর পর আজ মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’। মুক্তির আগের দিন পূজা দিয়ে বের হওয়ার সময় শুভশ্রীর সঙ্গে খোশ মেজাজে দেখা গেল দেবকে। এদিন একই রংয়ের পোশাকে হাজির হলেন প্রাক্তন জুটি। সিঁদুর রাঙানো সিঁথি, লাল শাড়িতে শুভশ্রী। মন্দিরে তার পাশেই লাল রঙের পাঞ্জাবিতে বসে দেব।
একটি ছবিতে দেখা যাচ্ছে, অনুরাগীদের দর্শন দেওয়ার জন্য একে-অপরের হাত ধরে চেয়ারের উপর দাঁড়ান। আবার শুভশ্রীর আঁচলও আগলে রাখলেন দেব।
ফ্রেমবন্দি আরেকটি ছবিতে দেখা যাচ্ছে- ভিড়ের মাঝে তারা একে-অপরের দিকে বাড়িয়ে দিলেন ভরসার হাত। ভিড় সরিয়ে শুভশ্রীকে হাত ধরে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছেও দেন দেব। ছবিগুলো প্রকাশ্যে আসার পর ভক্তদের ভালোবাসায় বাসছেন তারা।
এদিকে ‘ধূমকেতু’ মুক্তির পরই শুভশ্রীর স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী দিলেন বিশেষ বার্তা। বৃহস্পতিবার পরিচালক সামাজিক মাধ্যমে ‘ধূমকেতু’-র পোস্টার শেয়ার করে লেখেন, “এত বছরের প্রতীক্ষা শেষ। ‘ধূমকেতু’র উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মতো। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলীসহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় ‘ধূমকেতু’ মিস করবেন না যেন!”
Comments