Image description

চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ মিয়াকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকার মিরপুর থেকে তাকে আটক করে র‌্যাব-৪। 

গ্রেফতারকৃত সবুজ কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট এলাকার বাসিন্দা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আমিন জানান, সবুজ মিয়া ভালো চাকরির লোভ দেখিয়ে ওই কিশোরীকে মালয়েশিয়ায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে দিয়ে অনৈতিক কাজ করাতে বাধ্য করা হয়। দীর্ঘ সময় পর অন্যদের সহায়তায় কিশোরীটি দেশে ফিরে আসতে সক্ষম হয়। এরপর গত ২৩ জুন তার বোন বাদী হয়ে মাদারীপুর আদালতে সবুজের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব ও পুলিশ যৌথভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সবুজকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সবুজের বিরুদ্ধে মানবপাচার ছাড়াও বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।