Image description

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল যে চিত্রনায়িকা পরীমনির দত্তক কন্যা প্রিয়মকে তার পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই গুজবের কড়া জবাব দিয়েছেন পরীমণি তার ফেসবুক পেজে। তিনি ছেলে ও মেয়েকে খাওয়ানোর একটি ভিডিও শেয়ার করে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।

পরীমনির মতে, তিনি তার ব্যক্তিগত জীবনে 'অতি উৎসাহী' মানুষের হস্তক্ষেপ সহ্য করবেন না। দীর্ঘ একটি পোস্টে তিনি লেখেন, কিছু মানুষ তার মেয়েকে নিয়ে অযথা মাথা ঘামিয়ে পোস্ট ও কমেন্ট করছে। তিনি বলেন, "বারবার ‘দত্তক’ শব্দটি ব্যবহার করে কী আনন্দ পান, বুঝি না।"

তিনি আরও অভিযোগ করেন যে, কিছু মানুষ তার মেয়ের ছবি বা ভিডিও ব্যবহার করে 'দত্তক' শব্দ দিয়ে শিরোনাম করে ভিউয়ের ব্যবসা চালাচ্ছে। পরীমণি স্পষ্ট করে জানিয়ে দেন, তার মেয়ে কোনো ব্যবসার উপকরণ নয়। তিনি তার ইচ্ছামতো সন্তানদের ছবি পোস্ট করবেন, এই বিষয়ে অন্য কারও হস্তক্ষেপ তিনি চান না।

তিনি জানান, শোবিজে কাজ করলেও তার জীবন খুব সাধারণ। তিনি নিজেই বাচ্চাদের রান্না করেন এবং তাদের যত্ন নেন, যদি না অসুস্থ থাকেন বা শুটিংয়ে ব্যস্ত থাকেন।