Image description

দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। এ বছর অনুষ্ঠিতব্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার অভিনীত ‘জওয়ান’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননায় ভূষিত হচ্ছেন তিনি। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক্সক্লুসিভভাবে জানিয়েছে যে, শাহরুখ খানকে এবার জাতীয় পুরস্কারের তালিকায় রাখা হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে।

গত বছর মুক্তি পাওয়া ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচক উভয় মহলকেই মুগ্ধ করেছিলেন। এই সিনেমাতেই প্রথমবার জাতীয় পুরস্কারের স্বাদ পেতে চলেছেন এই জনপ্রিয় অভিনেতা।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এরপর থেকে তিনি একের পর এক জনপ্রিয় ও সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। তবে ২০২৩ সাল তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ওই বছর মুক্তি পাওয়া তার তিনটি ছবি—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ ভারতের প্রেক্ষাগৃহে ৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন। এই তিন ছবির সম্মিলিত আয় ভারতে ১৩০০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ২৫০০ কোটির বেশি সংগ্রহ করে।


শাহরুখ খান এর আগে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার, বক্স অফিসের রেকর্ড এবং ফিল্মফেয়ারসহ একাধিক মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন। তবে এখন পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার কাছে অধরাই ছিল। অবশেষে ‘জওয়ান’ ছবির জন্য এই সম্মাননা পাওয়ায় সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এটি তিন দশকেরও বেশি সময় ধরে কোটি ভক্তকে বিনোদিত করা এই তারকার জন্য এক অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে শাহরুখ তার নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন, যা ২০২৬ সালে মুক্তি পাবে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটবে তার কন্যা সুহানা খানের।