
মানিকগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ভাই-বোনকে মারধর করে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে এবং আহত ভাই-বোন হাসপাতালে চিকিৎসাধীন আছে। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার কান্দরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবুল কালাম আজাদ (৪০) ও আসমা আক্তার (৩৫)। উভয়ই ওই এলাকার লাল মিয়ার সন্তান। আবুল কালাম আজাদ মানিকগঞ্জ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পিয়ন পোস্টে কর্মরত আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদের পরিবারের সাথে তার চাচাতো ভাই শামসুল হক (৪৫) ও তোফাজ্জল হোসেনের (৪০) সাথে পারিবারিক বিরোধ চলছিল। বিরোধের জের ধরেই অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আবুল কালামের ওপর। এ সময় তার চিৎকারে ছোট বোন আসমা আক্তার এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করেন তারা। সেসময় তার কানে ও গলায় থাকা স্বর্ণালংকার নিয়ে নেয় তারা। মারধরের একপর্যায়ে আশপাশের লোকজন উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
অভিযোগকারী আবুল কালাম আজাদের স্ত্রী সালমা আক্তার বলেন, দীর্ঘদিন ধরেই আমার স্বামীর সাথে তারা শত্রুতা করে আসছে। তুচ্ছ-তুচ্ছ ঘটনায় আমার স্বামীকে গালিগালাজ করে। গতকাল আমার স্বামী সেই গালিগালাজের প্রতি উত্তর দিয়েই মারধরের শিকার হয়েছে, মারধরের শিকার হয়েছে আমার ননদ। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, 'এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।'
Comments