
বিদেশি রাষ্ট্রদূতদের মেয়েদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় জব্দ পাসপোর্ট, মোবাইল ফোন ও ল্যাপটপ ফেরত পেতে আদালতে আবেদন করেছেন মডেল মেঘনা আলম। আজ মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন জানান তিনি।
আদালতে মেঘনা আলম বলেন, ‘আমার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে প্রফেশনাল সম্পর্ক। আমাকেই ফাঁদে ফেলেছিল সৌদি রাষ্ট্রদূত। দৈনন্দিন জীবনযাপনের জন্য সরঞ্জামগুলো প্রয়োজন।’
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মেঘনা আলমের ফোন, ল্যাপটপ ফেরত দিলে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে। সৌদি রাষ্ট্রদূত ছাড়াও আর কোনো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে কি না তা তদন্ত প্রয়োজন।
শুনানি শেষে আগামী ৩১ আগস্ট মামলার ফরেনসিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদালত।
Comments