
অভিনেত্রী তানজিন তিশা এবার ক্যামেরার সামনেই জানালেন নিজের ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ প্রথম অতিথি হয়ে হাজির হন এই জনপ্রিয় অভিনেত্রী।
সেখানেই জানান, আগামী পাঁচ বছরের মধ্যেই মা হতে চান তিনি।
টকশোতে উপস্থাপক জায়েদ খান যখন তাকে প্রশ্ন করেন-‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’-তিশা অকপট জবাবে বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’
এ সময় তিশা আরও বলেন, ‘দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’
উল্লেখ্য, গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রচারিত হয় অনুষ্ঠানটির প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন চিত্রনায়ক জায়েদ খান।
Comments