
কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলাটি করেছেন।
মামলার তথ্য আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি জানান, শুক্রবার রাতে মামলাটি করা হয়। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকালের এই ঘটনায় দুজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। শুক্রবার দিবাগত রাত ৩টায় কুমিল্লার মুরাদনগরের আকবপুর এলাকা থেকে তাঁদের আটক করে থানায় সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।
ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন, আটক দুজনকে এই মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতে নেওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গণপিটুনি দিয়ে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পরিবারটি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে নিহতদের পরিবারের অন্য সদস্যরা বলছেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড।
Comments