Image description

পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনায় আবারও উত্তাপ ছড়িয়েছে। সম্প্রতি কসবা ল কলেজের ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সব শ্রেণি-পেশার মানুষ। এবার এই ধর্ষণকাণ্ড নিয়ে মুখ খুলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী।

একের পর এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিনেতা সোহম চক্রবর্তী নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। সোহম বলেন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দলমত নির্বিশেষে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। দোষীকে তালিবানি কায়দায় সবার সামনে শাস্তি দেওয়া উচিত।

গতবছরের আগস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন টলিউড তারকারা। এবার কসবা ল কলেজের ধর্ষণের ঘটনায় প্রতিবাদে আবারও সরব হচ্ছেন অনেক তারকা।