
মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গর্ভে বাড়ছে সন্তান, তবুও কাজ থেকে ছুটি নেননি। শুধু তাই নয় স্ফীতোদর নিয়ে মেট গালার মঞ্চ কাঁপিয়েছেন। অভিনেত্রীর মুকুটে জুড়েছে নতুন পালক।
হবু মা কিয়ারাকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছে স্বামী সিদ্ধার্থ মালহোত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মা, শাশুড়ি এবং স্ত্রীর ছবি শেয়ার করেন।
সঙ্গে পোস্টের ক্যাপশনে লিখেন, ‘ভালোবাসি মা, সবকিছু তোমার থেকে শুরু। এবারের মা দিবস একটু বেশিই বিশেষ। কারণ, এটা শুধু মায়ের নয়। এবার মা, শাশুড়িমা এবং এই নতুন ক্লাবে অংশ নেওয়া কির হাত ধরে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।’
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। দেখতে দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের দুবছর কাটিয়ে ফেলেন।
Comments