
ভারত-পাকিস্তানের বর্তমান অস্থির পরিস্থিতিতে বিনোদন জগতেও পড়েছে তার আঁচ। সম্প্রতি বলিউড অভিনেত্রী বাণী কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে তার আসন্ন ছবি 'আবির গুলাল'-এর প্রচারণামূলক পোস্টার। আর এই পোস্টারটি নিয়েই তৈরি হয়েছে জোর জল্পনা। কারণ? পোস্টারটিতে দেখা গিয়েছিল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে।
আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল আরতি এস বাগদি পরিচালিত এবং বিবেক আগরওয়াল প্রযোজিত এই মিষ্টি প্রেমের গল্পটি। তবে সম্প্রতি কাশ্মীরে ভয়াবহ হামলার ঘটনার পর থেকেই ছবিটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর তার আঁচ পড়ল যেন সোজা বাণী কাপুরের সোশ্যাল মিডিয়াতেও।
শুধু পোস্টার নয়, 'আবির গুলাল' সম্পর্কিত অন্যান্য প্রচারণামূলক বিষয়বস্তু যেমন টিজার এবং ফাওয়াদ খানের সঙ্গে বাণী কাপুরের মিষ্টি রসায়নের ছবিও নাকি উধাও হয়ে গেছে অভিনেত্রীর প্রোফাইল থেকে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা ও সমালোচনা। প্রশ্ন উঠছে, তবে কি পাক অভিনেতার উপস্থিতিই কাল হলো? নাকি অন্য কোনো কারণে সরিয়ে দেওয়া হয়েছে পোস্টারগুলো?
তবে এই রহস্যের কিনারা করেছেন স্বয়ং বাণী কাপুরের টিম। তাদের তরফ থেকে জানানো হয়েছে, পোস্টগুলো অভিনেত্রী নিজে সরাননি। আসলে, ওই কন্টেন্টগুলো ইনস্টাগ্রামের শেয়ারিং ফিচারের মাধ্যমে পোস্ট করা হয়েছিল। যখন প্রযোজনা দল তাদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মূল পোস্টগুলো সরিয়ে নেয়, তখন ইনস্টাগ্রামের নিজস্ব সিস্টেমের মাধ্যমেই বাণী কাপুরের প্রোফাইল থেকেও সেই শেয়ার করা পোস্টগুলো আপনা-আপনি সরে যায়।
যদিও এই ব্যাখ্যায় সমালোচকদের মুখ পুরোপুরি বন্ধ হয়নি। ভারত-পাক সম্পর্কের এই টানাপোড়েনে 'আবির গুলাল'-এর মুক্তি আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে এখনও প্রশ্ন ঘোরাফেরা করছে বি-টাউনের অন্দরে। এখন দেখার, সব বাধা পেরিয়ে বাণী কাপুর ও ফাওয়াদ খানের এই রোমান্টিক জুটি দর্শকদের মন জয় করতে পারে কিনা!
Comments